ঢাকাFriday , 7 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ডাকাত সন্দেহে ০২ জন গ্রেফতার

admin
March 7, 2025 3:15 pm
Link Copied!

মোহাম্মদ কাজল:

গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত সন্দেহে ০২ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানার এসআই নাসির উদ্দিন। বৃহস্পতিবার (০৭ মার্চ) রাতে এই ২ আসামীকে আটক করা হয়।

জানা যায়, এসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন হোন্ডা মোবাইল ডিউটিরত অবস্থায় মিরের বাজার এলাকা থেকে ২ জনকে আটক করে। এরপর ডাকাতির সাথে জড়িত সন্দেহে  ও  তদন্তে প্রাপ্ত হয়ে আটককৃতদেরকে পূবাইল থানার ০২(০৩)২৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জগন্নাথপুর এলাকার মৃত হরেলাল দাসের ছেলে জগিন্দ্র দাস (৫০),  আরেকজন-হবিগঞ্জের মাধবপুর থানার সুলতানপুর এলাকার আবুল কালামের ছেলে বিল্লাল হোসেন (৪২)। তারা টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই নাসির উদ্দিন জানান, তাদের কাছ থেকে কোন আলামত উদ্ধার দেখানো হয় নি। সন্দিগ্ধ আসামী হিসেবে ডাকাতির প্রস্তুতি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।