মোহাম্মদ কাজল:
গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত সন্দেহে ০২ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানার এসআই নাসির উদ্দিন। বৃহস্পতিবার (০৭ মার্চ) রাতে এই ২ আসামীকে আটক করা হয়।
জানা যায়, এসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন হোন্ডা মোবাইল ডিউটিরত অবস্থায় মিরের বাজার এলাকা থেকে ২ জনকে আটক করে। এরপর ডাকাতির সাথে জড়িত সন্দেহে ও তদন্তে প্রাপ্ত হয়ে আটককৃতদেরকে পূবাইল থানার ০২(০৩)২৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জগন্নাথপুর এলাকার মৃত হরেলাল দাসের ছেলে জগিন্দ্র দাস (৫০), আরেকজন-হবিগঞ্জের মাধবপুর থানার সুলতানপুর এলাকার আবুল কালামের ছেলে বিল্লাল হোসেন (৪২)। তারা টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই নাসির উদ্দিন জানান, তাদের কাছ থেকে কোন আলামত উদ্ধার দেখানো হয় নি। সন্দিগ্ধ আসামী হিসেবে ডাকাতির প্রস্তুতি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।