মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীতে একটি অটোরিকশা অবৈধভাবে আটক করার অভিযোগ যুবদল নেতা বেলায়েতের বিরুদ্ধে। গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় সদর থানার মারীয়ালী কলাবাগান এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী স্বপন সদর থানায় বেলায়েতের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ০৪ব্যাটারী বিশিষ্ট একটি অটোরিক্সাটি একই এলাকার নাছিরের কাছ থেকে খরিদ করে জনৈক মিনহাজের গ্যারেজে রাখেন । শাহাদাতের সাথে স্বপনের তর্ত বিতর্ক ও মারামারি হয়। শাহাদাত যুবদল নেতা বেলায়েতকে জানায়। এরপর বেলায়েত ও তার সহযোগী সেলিম মিনহাজের গ্যারেজে হামলা চালায়। এসময় স্বপনকে মারদোর করে গুরুতর জখম করা হয় এবং মিনহাজকে হুমকী দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করে। স্বপনের অটোরিকশাটি গ্যারেজে আটক করে। এসময় স্বপন বেলায়েতের অন্যায়ের প্রতিবাদ করায় ‘বিবাদীরা গালিগালাজ করিয়া মারমুখি আচরনসহ খুন করিয়া ফেলিবে অথবা আমাকে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাবে বলে হুমকি প্রদান করে তাড়াইয়া দেয়। বর্তমানে অটো গাড়ীটি গ্যারেজে জোর পূর্বক আটক করে রেখেছে।
এবিষয়ে অটো রিকশা গ্যারেজের মালিক মিনহাজ জানান, বেলায়েত ও তার সহযোগীরা মিথ্যা অপবাদ দিয়ে ভয় ভীতি হুমকী দিয়ে ৩০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে।
এঅভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা বেলায়েত অস্বীকার করে সরাসরি দেখা করার কথা বলেন।
এঅভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।