ঢাকাWednesday , 26 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ছিনতাই করা মোবাইল ফোনসহ ০১ জন দুধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

admin
February 26, 2025 7:26 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন:

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা হতে মোঃ জাকির হোসেন নামে এক দুধর্ষ ছিনতাইকারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ- পুলিশ কমিশনার(ডিসি)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের ডিসি’র দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শাহিন খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম পশ্চিম লক্ষীপুরা তালুকদার পুকুর এলাকায় আসামীর নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ জাকিরের কাছ থেকে ছিনতাইকরা ১৫ টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী পুলিশের কাছে স্বীকার করে, সে নিয়মিত ভোগড়া বাইপাস ও তিন সড়ক এলাকায় তার সহযোগীদের নিয়ে ছিনতাই করে আসিতেছে। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৩/৪১৩ ধারায় জিএমপি সদর থানায় ০৫ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব নিয়ন্ত্রন আইনের-৩৬ (১) সারণির ১৪(ক) ধারায় ২০২১ সালের ১৮ আগস্টে সদর থানায় ২৬ নং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।