ঢাকাMonday , 17 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাত গ্ৰেফতার

admin
February 17, 2025 1:38 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির আলামতসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত অনুমান দেড় টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, কাশিমপুর থানার দক্ষিন পানিশাইল এলাকায় পানিশাইল মোড়স্থ মোশারফ মৃধার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ডাকাতদল একটি পিকআপ গাড়ী ও ডাকাতি করার সরঞ্জাম সহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করে পরিকল্পনা ও শলাপরামর্শ করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাতদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হল- বরিশাল জেলার হিজলা থানার পূর্ব মান্দা এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে মোঃ বাবুল হাওলাদার (২৯) ও খুন্না গোবিন্দপুর এলাকার মোঃ কুদ্দুস কারিকরের ছেলে মোঃ ইউসুফ কারিকর (২৫), মেহেন্দীগঞ্জ থানার আন্দারমানিক এলাকার মৃত মালেক হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৪), চাঁদপুর জেলার হাইমচর থানার মাঝেরচর এলাকার মোঃ মাহমুদ আলীর মোঃ শাহজালাল (২৫), তারা সকলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বসবাস করে। অপর ৩/৪ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার (১৭ ফেব্রুয়ারী) ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারায় কাশিমপুর থানার ১৫ নং মামলাটি রুজু হয়। পরবর্তীতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামী হিসেবে কাশিমপুর থানার মাধবপুর বরিশালের টেক এলাকার মৃত নছু মিয়ার ছেলে কাউসার(২৫) কে গ্রেফতার করা হয়।