প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৩:১৭ পি.এম
২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
মাসুদুর রহমান : জামালপুরে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টায় জামালপুর সদর থানার সকাল বাজার শেখ রিপন আবাসিক হোটেলে থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলেন নান্দিনা নয়াপাড়া এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে মো: সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া নুরুল ইসলাম বাবুর ছেলে জাকির হোসাইন (২১)।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫ টায় শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নাম্বার রুমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। সহযোগী মাদক ব্যবসায়ী আটকসহ মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।
All rights reserved © 2025