ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

ইয়াছিন গাজী
April 20, 2025 1:13 pm
Link Copied!

ইয়াছিন গাজী:

গাজীপুর জেলার শ্রীপুরে আফরোজা চৌধুরী নামের এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরোজা হলেন শ্রীপুর থানার ত্রিমোহনী এলাকার মোঃ রমজান আলীর স্ত্রী। অভিযূক্তরা হল- একই এলাকার মৃত ফজল মিয়ার ছেলে সোলাইমান, মোবারক, ফারুক।

জানা যায়, ভুক্তভোগীর স্বামী বাড়ী থেকে বাজারে চলে যায়। এসময় অভিযূক্তরা তাদের হাতে থাকা ধারালো রাম দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর বসবাসরত বসতঘর বেদখল করার চেষ্টায় ভুক্তভোগীকে এলোপাথারি মারপিট শুরু করে। এর ফলে উনার শরীলের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও বেদনা দায়ক জখম হয় এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে ভুক্তভোগীর মাথায় স্বজোরে কোপ মেরে কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে এবং লোহার রড দিয়ে হাতে, পিঠে ও পায়ের বিভিন্ন অংশে আঘাত করে রক্ত জমাট বেদনাদায়ক হাড় ভাঙ্গা জখম করে। আহত অবস্থায় ভুক্তভোগী মাটিতে পড়ে অচেতন হয়ে পড়লে বসতঘরে রক্ষিত নগদ টাকাসহ স্বর্ণালংকার অভিযূক্তরা ছিনিয়ে নেয়। এসময় ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ভুক্তভোগীকে খুন জখমের হুমকি প্রদান করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আঃ রহিম জানান, আহত আফরোজার শারীরিক অবস্থা গুরুতর। বর্তমানে ভূক্তভোগী অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর স্বামী রমজান আলী প্রতিবেদককে জানান, অভিযূক্তরা দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে খুনসহ মিথ্যা মামলা দায়ের করার ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। ভুক্তভোগীর চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করা হবে। ভুক্তভোগীসহ উনার নিরাপত্তাসহ এঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

সরেজমিনে গেলে প্রতিবেদককে এলাকাবাসী জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের ছত্রছায়ায় অভিযূক্তরা বিভিন্ন অপরাধ জনক কর্মকাণ্ড করে আসছে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ও জিম্মি পুরো এলাকাবাসী। ভবিষ্যতে এলাকায় অপরাধ জনক কর্মকাণ্ড বন্ধে পুলিশি তৎপরতা বৃদ্ধি করার দাবি স্থানীয়দের।

এসংক্রান্তে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, ভূক্তভোগীর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।