ঢাকাMonday , 17 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

আনোয়ার
March 17, 2025 6:10 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আসামী মোঃ নুর ইসলামকে গ্রেফতার করেছে জিএমপি বাসন থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯ টায় অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর ইসলাম কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার মংলারকুটি এলাকার মৃত ওমর আলী শেখ ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) কায়সার আহম্মেদের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র)/জাহিদ কিবরিয়া সঙ্গীয় এএসআই (নিরস্ত্র)/মোঃ সারুয়ার হোসেন বাসন থানার ১১৪৯ নং জিডি মূলে ভোগড়া বাইপাস এলাকায় অভিযানে যায়। এসময় ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১/ ৩৭৯/৩৪ ধারার ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর রুজু হওয়া নালিতাবাড়ী থানার ১৪ নং মামলার হাজতী আসামীকে পুলিশ আটক করে।

আরো জানা যায়, কারাগারে বন্দী থাকা অবস্থায় গত জুলাই/আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। সেই সুযোগে গ্রেফতারকৃত নুর ইসলাম ২০২৪ সালের ০৫ আগস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে সরকার পতনের ১ দফা আন্দোলন চলাকালে কৌশলে শেরপুর কারাগার থেকে পালিয়েছিল।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ ওসি কায়সার আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।