নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জিআর সাজাপ্রাপ্ত আসামী মো: তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারী) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল উপজেলার বাত্তারগাতী (তালতলা) এলাকার মোঃ আমির মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তরিকুলকে প্রায় ৫ মাস আগে মাদকের একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫০০০/-টাকা জরিমানা অনাধায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন তরিকুল। প্রসেস ৫৯/২৫ মূলে পলাতক আসামীর বিরূদ্ধে আদালত সাজা পরোয়ানা ইস্যু করেন। গোপন সংবাদে মঙ্গলবার ভোরে বাওারগাতী এলাকায় ভোর রাতে তরিকুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকে তরিকুল পলাতক ছিল। ভোরে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিধি মোতাবেক দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।