ঢাকাSunday , 23 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

Link Copied!

মোঃ আনোয়ার হোসেন:

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজদিখান থানায় গত শনিবার (২১ ফেব্রুয়ারী) হাজির হয়ে ভুক্তভোগী নারী ০৫ জন ব্যক্তি কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছেন মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

জানা যায়, থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে, ঘটনার সত্যতা যাচাই করে মামলা রুজু করে এবং আসামী গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী নুরুল ইসলাম নুরুকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের মোল্লাবাজার এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে অপর অভিযুক্ত মোঃ বাবুলকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা হতে রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ০২.২০ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চর চসুমুদ্দিন এলাকার ওসমান গণির ছেলে নুরুল ইসলাম নুরু ও একই এলাকার সামছুদ্দিনের ছেলে মোঃ বাবুল(৩৩)।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ভিকটিম গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে সিরাজদিখান থানার মোল্লাবাজার সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে ইজিবাইক যোগে আসার পথে ডিসি প্রজেক্টের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) এবং অপর অভিযুক্ত মো. আরিফ সরকার (৩০)’দ্বয় অটোরিক্সা থামিয়ে ভিকটিমের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে তাড়িয়ে দেয়। অতঃপর তারা ভিকিটিমকে জোরপূর্বক ডিসি প্রজেক্টের ভিতরে নির্জন নদীর পাড়ে অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ে নিয়ে গেলে তাদের অন্যান্য সহযোগীরা সেখানে উপস্থিত হয়। এরপর অভিযুক্ত নুরুল ইসলাম নুরু (৩৫), মোঃ রহিম (৩২), মোঃ আরিফ সরকার (৩০), মোঃ বাবুল (৩৩) ও মোঃ সোলেমান (৩০)’গণ ভিকটিমের পরিহিত কাপড় চোপড় খুলে মাটিতে ঘাসের উপর শোয়াইয়া সন্ধ্যা ০৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পালাক্রমে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে অভিযুক্তগণ ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রাস্তায় চলমান একটি অটো গাড়িতে তুলে দেয়। গ্রেফতারকৃত অভিযুক্ত নুরুল ইসলাম নুরু (৩৫) ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারার বিধান মতে আদালতে বিচারকের সামনে দোষ স্বীকারোক্তি জবানবন্দী প্রদান করেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম ও পলাতক আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।