ঢাকাFriday , 7 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছায় সাংবাদিকের মোটরসাইকেল চুরিসহ নিরাপত্তা নিয়ে মানববন্ধন

admin
March 7, 2025 3:42 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজের পর মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেশবরেণ্য সাংবাদিক ফেরদৌস আলম, দৈনিক প্রলয় পত্রিকার যুগ্ন সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান দুদু, আইনজীবী নাজমুল হক, শিক্ষাবিদ শামীম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডাঃ মকামে মোহাম্মদ এবং ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম। প্রায় শতাধিক সাংবাদিক, সচেতন নাগরিক এবং আন্দোলনের নেতৃবৃন্দ জমায়েত হয়ে একত্রে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা হুমকির মুখে। সেই সাথে মুক্তাগাছা থানা পুলিশের কার্যক্রম নিয়ে জনমনে পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।” তারা পুলিশ প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে সামাজিক সহিংসতা এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান। মীর সবুরের মোটরসাইকেল চুরির ঘটনায় জনমনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

গত মঙ্গলবার রাতের আলোচিত ঘটনায় মনে হচ্ছে, মোটরসাইকেলটি পরিকল্পিতভাবে চুরি হয়েছে, কারণ মীর সবুর সাহসীভাবে দখলবাজ, টেন্ডারবাজ ও কালোবাজারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করছিলেন।
মানববন্ধন থেকে সংগঠনের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি গুরুত্বারোপ করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে, যেন ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এই ধরনের ঘটনার সম্মুখীন না হন। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা বৃদ্ধি করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।