গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি- আব্দুর রউফ দুদুঃ
‘দুই প্রার্থী একজোট তাঁরা চায় ধানের শীষে ভোট।’ তারা হলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত হাফেজ আজিজুল হক।
মনোনয়ন বঞ্চিত হলেও রাজপথে রক্তঝরা দিনলিপি বর্ণনা দিয়ে ধানের শীষ প্রতীকের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। তিনি মঙ্গলবার (৪ নভেম্বর/২৫) রাতে কলতাপাড়াস্থ নিজ কার্যালয়ে ১০টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকে এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, এ আসনে ধানের শীষের মনোনয়নের জন্য মনোনয়ন বোর্ডে সর্বশেষ আমিসহ ৪জনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডেকেছিলেন। অন্যরা হলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুল হক। এ বৈঠকে যাঁরা ছিলেন তাদের মধ্যে একমাত্র রাজপথে আমার রক্ত ঝরেছে, গুলিবর্ষণ করা হয়েছে। সবচেয়ে যোগ্যও ছিলাম। কিন্তু তারেক রহমান হলেন আমাদের অভিভাবক, তিনি আমাদের অনেক নির্দেশনা দিয়েছেন, তার দেয়া নির্দেশনা মেনেই আমরা কাজ করবো, আমরা ইঞ্জিনিয়ার ইকবাল নয়, ধানের শীষ প্রতীকে বিজয়ী করে প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো।
এ বৈঠকের উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম দুলাল, সিরাজুল ইসলাম ফকির, আরিফুল হক আহাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান সরকার, বিএনপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান মন্ডল, উত্তর জেলা যুবদলের নেতা উসমান গনি তান্না, ডৌহাখলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের একক তালিকা ঘোষণায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পর পরেই মনোনয়ন বঞ্চিত হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মীরা রেলপথ-সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে আসছে।
১০টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুর। এ উপজেলার মোট ভোটার ২ লক্ষ ৯৪হাজার ৬০৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮হাজার ৪৬৯জন আর মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৩৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৯২টি কেন্দ্রে ৫৩৮টি বুথ।
এ আসনে ভোটযুদ্ধের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুজ্জামান, জাকের পার্টির প্রার্থী হিসাবে মো. নজরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সিপিবি’র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মো. ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজিম উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরীপুর উপজেলার মনোনীত প্রার্থী মো. আইয়ুব আলী নূরানী।

