ঢাকাWednesday , 19 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাদী না থাকা স্বত্তেও গাজীপুরে এক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা

admin
February 19, 2025 10:21 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

মামলার বাদী না থাকা স্বত্তেও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে ফাসানোর চেষ্টা করছে সদর জোনের সাবেক এসি ফাহিম আসজাদের অনুসারী আওয়ামীলীগের দোসর এসআই আবু ছাঈদ।

জানা যায়, গত (১৯মে ২০২৪) সন্ধ্যায় আনোয়ার সংবাদ সংগ্রহ করার জন্য রাজেন্দ্রপুর হোটেল এক্সে যায়। পূর্ব বিরোধের জেরে  ২০/২৫ জন সন্ত্রাসী দিয়ে আনোয়ারকে মারধর করতে থাকে। তখন প্রতক্ষদর্শী শ্রী সৌরভ মজুমদার ৯৯৯ ফোন করে এই বিষয়ে জানালে তাৎক্ষণিক সদর থানার এসআই আবু ছাঈদের ঢাকা মেট্টো-চ-১১৮৭২৭ নম্বরের সাদা রংয়ের noah গাড়ি দিয়ে আসে। জঙ্গল থেকে আনোয়ারকে উদ্ধার করে। আনোয়ারকে আবু ছাঈদের নিজের ব্যক্তিগত গাড়িতে করে সদর থানায় নিয়ে আসা হয়।

সদর থানার সাবেক ওসি সৈয়দ রাফিউল করিমের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিউজ প্রচার করায় এবং আনোয়ারের স্ত্রী নারী পুলিশ কনস্টেবল রুবিনার সাথে বনিবনা না হওয়ায় আগ থেকেই আনোয়ারকে মিথ্যা মামলায় ফাঁসানোর আপ্রাণ চেষ্টা করছে। পুলিশ আনোয়ারকে থানায় নিয়ে আসার পর পুলিশ অমানবিক শারীরিক নির্যাতন করে। আনোয়ারের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় পুলিশের এসআই মনিরুজ্জামান গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঐদিন রাতেই এসি ফাহিমের অনুসারী মাসুমের গাড়ির কাউন্টারের সুপারভাইজার ইব্রাহীমকে বাদী করে মিথ্যা ঘটনা সাজিয়ে সদর থানায় ৪০(০৫)২৪ নং মামলাটি রুজু করে। পুলিশ আনোয়ারকে এমামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আনোয়ারকে কোর্ট সোপর্দ করে।

আনোয়ার বলেন, আওয়ামী লীগ সমর্থিত কতক ব্যক্তির বিরুদ্ধে সদর থানার রাজেন্দ্রপুর এলাকার হোটেল এক্স এবং ভাওয়াল রিসোর্ট সংক্রান্তে সংবাদ প্রকাশ করায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে বাদী বানিয়ে আমার বিরুদ্ধে মামলা করেন, যাকে আমি জীবনে কখনো দেখি নাই। বাদীকে দিয়ে কোনো ধরণের টিআই প্যারেড অনুষ্ঠিত হয় নাই। বর্তমান সদর জোনের এসি দ্বীন ই আলম সাহেব বাদীকে একাধিকবার নোটিশ করলেও বাদী আসে নাই। বাদীর জবানবন্দি গ্রহণ না করে মামলার আইও এসআই আবু ছাঈদ আমার বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দাখিল করার পায়তারা করছে, কারণ মামলার এই মামলার বর্তমান আইও এবং সদর থানার সাবেক ওসি এর সহযোগিতায় আওয়ামী লীগ সমর্থিত কতক ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজাইয়া মামলা দায়ের করিয়াছে। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। সংবাদকর্মী হওয়ায় পুলিশ আমার সাথে অন্যায় করছে। এবিষয়ে সকলের সুদৃষ্টি কামনা করছি।

এসংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিন জানান, তিনি উক্ত বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।