ঢাকাThursday , 13 November 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড় দুর্ঘটনার আশঙ্কায় ত্রস্ত, ত্রিশালের বগারবাজার হতে আছিম রাস্তাটি সংস্কারের দাবি

Link Copied!

ত্রিশাল উপজেলার দক্ষিণ ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের সানকীভাঙ্গা বাজার সংলগ্ন বগারবাজার আছিম রাস্তাটি বর্তমানে সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটির বেহাল দশা। বড় বড় গর্ত, কাঁদা এবং পিচের আস্তরণ উঠে যাওয়ায় এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

​রাস্তাটি এলাকার শত শত মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ হওয়া সত্ত্বেও এর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষত বর্ষাকালে ছোট যানবাহন তো বটেই, পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, বাড়ছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক। স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কৃষকদের পণ্য পরিবহণে এই রাস্তাটি মারাত্মক বাধার সৃষ্টি করছে।
​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন, রাস্তাটির বেহাল দশা সম্পর্কে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে বহুবার লিখিত ও মৌখিকভাবে অবগত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এতবার জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সজাগ দৃষ্টি বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
​এলাকাবাসীর আশঙ্কা, যদি অতিসত্বর রাস্তাটি সংস্কার করা না হয়, তবে যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতিতে মোক্ষপুর ইউনিয়নের সাধারণ জনগণ প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সানকীভাঙ্গা বাজারের পূর্ব পাশের এই রাস্তাটির সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন। এলাকার মানুষের একটাই দাবি—আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে, দ্রুত মুক্তি মিলুক এই মরণফাঁদ থেকে।

এবিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, এই রাস্তাটি উন্নয়নে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ০১ মাসের মধ্যে পুরো রাস্তাটি ঠিক হয়ে যাবে।