মোঃ আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরীতে নিখোঁজ শারিরীক ও মানসিক প্রতিবন্ধী এক নারীকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে বাসন থানার পুলিশ হেফাজতে নেয়। নিখোঁজ নারী হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার বড় খুলশি এলাকার মোঃ ফারুক হোসেনের মেয়ে মুসলিমা খাতুন (২৫)।
পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা এলাকা নিখোঁজ এই নারী উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে দেখে পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। এসময় সঠিকভাবে নাম-ঠিকানা দিতে না পারায় এই মানসিক প্রতিবন্ধী নারীকে থানা হেফাজতে নিয়া আসেন। তাৎক্ষণিক সদর জোনের সহকারী পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় তথ্য ও প্রযুক্তি মাধ্যমে পুলিশ জানতে পারে," মুসলিমা খাতুন (২৫) যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বড় খুলশি এলাকা হইতে নিখোঁজ হয়েছে"।
পরবর্তীতে নিখোঁজ নারীর পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার চাচা মোঃ দ্বীন ইসলাম (৪২) এর কাছে জিম্মায় প্রদান করা হয়।
এছাড়াও অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কায়সার আহম্মেদ বাসন থানায় যোগদানের পর থেকেই ‘পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে’ আইনি সেবাসহ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। চুরি, ছিনতাই, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। যার ফলে বাসন থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।