মুন্নি আক্তার:
ডেভিল হান্ট অভিযানে গাজীপুর মহানগর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের অনুসারী ও সদর থানার পুলিশের এসআই আবু ছাঈদের ব্যক্তিগত রাইটার তুহিনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। সে পুলিশের এসআই আবু ছাঈদের নেতৃত্বে একটি গ্রুপ তৈরী করে চাঁদাবাজি করার অভিযোগ স্থানীয়দের।
গ্রেফতারকৃত আসামী হল- মহানগরীর সদর থানার বাঘলবাড়ী এলাকার মৃত ফরহাদ হোসেন ফরিদের ছেলে মোঃ সজীব হোসেন তুহিন ভূঁইয়া। সে দীর্ঘদিন যাবত সদর থানায় রাইটার হিসেবে কাজ করে। বর্তমানে সদর থানার এসআই আশরাফুলের সাথে তুহিনের সখ্যতা গড়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগ থেকেই সৈরাচার সরকারের আমলে সদর থানার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতা কর্মীদের নিকট মোটা অংকের টাকা দাবি করে না পেলে গ্রেফতার করে বিভিন্ন মিথ্যা মামলায় আসামী করত। সদর থানার মাদক ব্যবসা হতে মাসিক টাকা উঠিয়ে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিত। তার বাড়ি ১৯ নং ওয়ার্ডে হওয়ায় সালনা, বাঘলবাড়ী, শিমুলতলী, চতর, ভুরুলিয়া, জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার সকল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সাথে সুসম্পর্ক ছিল। এর মধ্যে মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সাইফের সাথে গভীর সম্পর্ক ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি'র এক নেতা জানান, গাজীপুর সদর থানা এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়ী সহ আশে পাশের সকল বাড়িতে আওয়ামী দোসর তুহিন এসআই আবু ছাঈদের নেতৃত্বে তল্লাশির নামে ব্যাপক তান্ডব চালিয়েছিল, পরিবারের সকল সদস্যের সাথে প্রচন্ড খারাপ আচরণ করেছিল এবং ধরতে পারলে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করত। পরে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে বিএনপি-জামাতের নেতা- কর্মী ও সাধারণ ছাত্রদের গ্রেফতার করানো জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সাথে তুহিন বিভিন্ন মহড়ায় সরাসরি অংশ গ্রহণ করে এবং অসংখ্য ছাত্রদের উপর অমানবিক নির্যাতন চালায় ও গ্রেফতার করিয়েছিল।
পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা এলাকার টাঙ্গাইল মহাসড়কে ছাত্রদের সাথে একাত্বতা প্রকাশ করে বাদী সহ সাধারণ মানুষ উক্ত আন্দোলনে অংশ গ্রহন করে। উক্ত আসামীসহ মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অপরাপর আসামীগন বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় সময় রাতে মোটর সাইকেল যোগে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হত্যা করার জন্য খুঁজে বেড়াত এবং আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী ছাত্রদের উপর হত্যার কার্যক্রম শুরু করে। এসময় গ্রেপ্তার কৃত আসামীসহ অন্যান্য আসামীরা বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত ধারালো দা, ছেন, রাম দা, চাপাতি, আগ্নেয় অস্ত্র ককটেল, লোহার রড, বাশের লাঠি নিয়া তারা বিভিন্ন স্লোগান ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের মুখোমুখি হইলে শান্তিপূর্ণ মিছিলে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি ও অতর্কিত হামলা করে। এছাড়াও বাদীর সাথে থাকা আন্দোলনে যোগদানে অংশগ্রহণ কারী আরোও অনেকের শরীরের বিভিন্ন অংশে মারাত্বক আঘাত প্রাপ্ত হয়েছিল।
এবিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তুহিনকে গ্রেফতার করে বিধি মোতাবেক রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।