ঢাকাSaturday , 15 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার সদর থানার পুলিশের এক গুপ্তচর

Link Copied!

মোঃ আনোয়ার হোসেন

ডেভিল হান্ট অভিযানে আসাদ গাজীপুর মহানগর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অনুসারী ও সদর থানার পুলিশের এক গুপ্তচর আসাদকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

  • জানা যায়, সে বিগত ১৭ বছর সে আওয়ামী পন্থী পুলিশ বাহিনীর বিভিন্ন এস আই বিশেষ করে এস আই রোমান,বাইজিদ,আবু সাইদের মিলে একটি গ্রুপ তৈরী করে গাজীপুর সদর মেট্রোথানার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতা কর্মীদের নিকট মোটা অংকের টাকা দাবি করে না পেলে গ্রেফতার করে বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করত। সদর থানার বাংগারী ব্যাবসা,মাদক ব্যাবসা হতে মাসিক টাকা উঠিয়ে নিজেরা ভাগবাটোয়ারা করে নিত।শুধু তাই নয় অটেরিস্কা চুরির ব্যাবসা করেছে বিগত ১৭বছর।তার শ্বশুর বাড়ি সামান্তপুর হওয়া ধীরাশ্রম, ভারারুল, কাজীবাড়ী ছোট দেওড়া এলাকার সকল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সাথে সুসম্পর্ক ছিল বিশেষ করে পলাশ,ব্লেক শাহীন, রিপন লস্করের সাথে গভীর সম্পর্ক ছিল। সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত বলে ধীরাশ্রম এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক জনগণ নিশ্চিত করেছে।
  • এছাড়াও  গাজীপুর সদর মেট্রোথান বিএনপি সহ-সভাপতি মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক সাবেক জি এস মোঃ মোস্তফা নীনাকে ২০১৫ সালে পুলিশের বিশেষ অভিযানে এস আই জিয়াকে দিয়ে গ্রেফতার করিয়া তার পরিবারের নিকট হতে এক লাখ টাকা নিয়েছিল রিমান্ডে নির্যাতন করবে না এই শর্তে ২০২৩সালের নবেম্বর/ডিসেম্বরে কয়েক দফা নীনা মোস্তফা বাড়িতে পুলিশি অভিযান চালিয়েছিল। ১লা ডিসেম্বর২০২৩ইং তারিখে নীনা মোস্তফার বাড়ি সহ আসে পাশের সকল বাড়িতে আওয়ামী দোসর আসাদ, এস আই রুহুলের নেতৃত্ব তল্লাশির নামে ব্যাপক তান্ডব চালিয়েছিল,পরিবারের~ সকল সদস্যের সাথে প্রচন্ড খারাপ আচরণ করেছিল এবং ধরতে পারলে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে,পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালক গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ২৬নং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রাশেদ সারোয়ারকে গ্রেফতার করে এবং ছেড়ে দেবে বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল টাকা নিয়ে গাজী রাশেদ সারোয়ারকে সালনা গাড়ি পুড়িনো মামলায় গ্রেফতার দেখিয়ে চালান দেয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বি এনপি নেতা নীনা মোস্তফা সহ বিএনপির নেতা কর্মী ও সাধারণ ছাত্রদের গ্রেফতার করানো জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সাথে বিভিন্ন মহড়ায় সরাসরি অংশ গ্রহণ করে এবং অসংখ্য ছাত্রদের উপর অমানবিক নির্যাতন চালায় ও গ্রেফতার করিয়েছিল।তাই ৫ই আগষ্ট আসাদ ছাত্র জনতার হাতে গাজীপুর শিববাড়িতে গনধৌলাইয়ের স্বীকার হয়েছিল , ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।
  • এবিষয়ে সদর থানার এসআই মোঃ উজ্জ্বল মিয়া জানান, ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার সদর থানার পুলিশের এক গুপ্তচর আসাদকে গ্রেফতার করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।