ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার

admin
March 1, 2025 9:03 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন:

গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে অপহৃত এক ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ঝালকাঠি জেলা থেকে উদ্ধার করেছেন এসআই এহতেশাম। শনিবার (০১ মার্চ) বেলা ১২ টায় তাকে উদ্ধার করা হয়।

অপহৃতা টঙ্গীর এক স্কুলে লেখাপড়া করে। তার পরিবারের সাথে টঙ্গী পূর্ব থানা এলাকায় বসবাস করে। তার বাবা গাড়ি চালক। সে একজন মেধাবী ছাত্রী।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার এক স্কুলের সামনে থেকে সকালে অপরনকারীরা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা অপহৃত নাবালিকা শিক্ষার্থীর মা টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার নাসির উদ্দিনের দিক নির্দেশনায়, ওসি ফরিদের নেতৃত্বে এসআই এহতেশামের নিরলস প্রচেষ্টায় ও কনস্টেবল নিত্য সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঝালকাঠি সদর উপজেলার জেলখানা রোডে অভিযান চালিয়ে অপহৃত নাবালিকা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই এহতেশাম জানান, অপহৃত শিক্ষার্থীকে দুই ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।