ঢাকাMonday , 28 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে সাদকসহ স্বামী স্ত্রী গ্রেফতার

admin
April 28, 2025 12:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার মাদক সম্রাজ্ঞী পারুল ও তার স্বামী মানিক মিয়াকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার মৃত মনসুর আলীর ছেলে মোঃ মানিক মিয়া এবং তার স্ত্রী মোছাঃ পারুল আক্তার @ পারুলী (৩৫)।

জানা যায়, ডিবি দক্ষিণ বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ গোলাম মোস্তফা পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগরী এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার ১নং ব্লক ০২ নং গলিতে অভিযানে যায়। এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ মানিকের দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ৯০ পিস এবং গ্রেফতারকৃত আসামী মোছাঃ পারুল আক্তার @ পারুলীর শয়ন কক্ষে তার ব্যবহৃত আলমারীর ড্রয়ারের ভেতর থেকে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ১১০ পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়েরের প্রেক্ষিতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় সোমবার (২৮ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় ৫২ নং মামলাটি রুজু করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত পারুলী ও তার স্বামী মানিক দীর্ঘদিন যাবৎ এরশাদনগর এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করত। এযাবৎকালে তারা একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। মাদকসম্রাজ্ঞী পারুল ও তার স্বামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার আসামী তারা।

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) পরিদর্শক মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।