মোঃ আনোয়ার হোসেন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এলাকা থেকে মোঃ আল মুমিন সাব্বির নামের এক ছেলে শিশু নিখোজ হয়েছে। তার বয়স ০৮ বছর। উচ্চতা- প্রায় ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলাকার, মাথার চুল কালো। শিশুটি নিখোঁজের ২১ দিনেও উদ্ধার করতে ব্যর্থ বন্দর থানা পুলিশ।
নিখোঁজ শিশুটি চট্টগ্রাম ইপিজেড থানার উত্তর পতেঙ্গা এলাকার আকমল আলী রোডের মোঃ কবির খানের ছেলে। সে বন্দর থানার ওয়াশিল চৌধুরী পাড়া এলাকার মা ফাতেমা মাদ্রাসায় হেফজ খানার ছাত্র।
শুভ গত বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকালে উক্ত মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। শিশুটি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা রবিবার (০৯ ফেব্রুয়ারী) বন্দর থানায় ৪৪৩ নং সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ শিশুটির বাবা কবির বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি খুব গরীব, রিকশা চালায়। আমার ছেলেকে উদ্ধারে পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন, নিখোঁজ শিশুকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতোমধ্যে খোঁজে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।