চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এলাকা থেকে মোঃ আল মুমিন সাব্বির নামের এক ছেলে শিশু হারিয়ে গেছে। তার বয়স ০৮ বছর। উচ্চতা- প্রায় ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলাকার, মাথার চুল কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙের পাঞ্জাবি ও সাদা টুপি ছিলো।
নিখোঁজ শিশুটি চট্টগ্রাম ইপিজেড থানার উত্তর পতেঙ্গা এলাকার আকমল আলী রোডের মোঃ কবির খানের ছেলে। সে বন্দর থানার ওয়াশিল চৌধুরী পাড়া এলাকার মা ফাতেমা মাদ্রাসায় হেফজ খানার ছাত্র।
শুভ গত বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকালে উক্ত মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। শিশুটি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা রবিবার (০৯ ফেব্রুয়ারী) বন্দর থানায় ৪৪৩ নং সাধারণ ডায়েরী করেন।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুটির সন্ধান জেনে থাকলে বন্দর থানার এসআই মোঃ সফিকুল ইসলাম ভূইয়া (০১৭১২২৯৩৯৯৯), অফিসার ইনচার্জ (০১৩২০০৫২৮৯৩) এবং নিখোঁজ ছেলেটির বাবা ০১৯৪৫৫৪১৫৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।