ঢাকাFriday , 7 November 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে গৌরীপুরে যাত্রীদের চরম হয়রানি

Link Copied!

আব্দুর রউফ দুদু

জামালপুর হতে চট্টগ্রামগামী ৭৮৫/৭৮৬ নং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে গৌরীপুর রেল স্টেশনে যাত্রীদের চরম হয়রানির অভিযোগ উঠেছে অ্যাটেনড্যান্টস বা স্ট্রুয়াডদের বিরুদ্ধে। শুক্রবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় এঘটনা ঘটে।

জানা যায়, এই ট্রেনের দায়িত্বরত অ্যাটেনড্যান্টস বা স্ট্রুয়ার্ড যাত্রীদের বিভিন্ন অপকৌশলে অসুলভ আচরণ করে হয়রানিসহ টাকা পয়সা হাতিয়ে নেয়। টিকেট ছাড়া যাত্রী তুলে তাদের পকেট ভারি করছে। আর টিকেট করা যাত্রীদের ট্রেনে উঠতে বাঁধা দিচ্ছে। এর ফলে ট্রেন চলাচলে বিভিন্ন সময় ভর্তুকি দিচ্ছে সরকার।

সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, এই ট্রেনের ‘ঝ’ বগিতে দায়িত্বে থাকা অ্যাটেনড্যান্টস মানিক টিকেট করা যাত্রীদের এই বগি থেকে নামাতে তাদের সাথে বাকবিতন্ডা ও খারাপ আচরণ করছে। এতে যাত্রীরা ক্ষীপ্ত হয়ে প্রতিবাদ শুরু করে। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্ট্রুয়ার্ড বা অ্যাটেনড্যান্টস মানিক দৌড়ে পালিয়ে যায়।

যাত্রীদের অভিযোগ, টিকেট থাকা স্বত্তেও ট্রেনের বগিতে উঠতে দিচ্ছে না অ্যাটেনড্যান্টসরা। বাড়তি টাকা নিয়ে টিকেট ছাড়া যাত্রীদের বিশেষ সেবা দিচ্ছে। এই দুর্ভোগ নিরসনে নীরব ভূমিকায় রয়েছে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।

এবিষয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের সুপারভাইজার আক্তার জানান, স্ট্রুয়ার্ড বা অ্যাটেনড্যান্টস মানিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দায়িত্ব থেকে সরানো হবে।