গৌরীপুর প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ০২ নং ইউনিয়নের গজন্দর উত্তরপাড়া এলাকার মো. আব্দুল মোতালেব পেশায় কাঠমিস্ত্রী। ষোল বছর বয়সী ছেলে মো. হান্নান ০৪ বছর আগ থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতেও অক্ষম। ঝড়াজীর্ণ ভাঙ্গা টিনের ঘরের বিছানায় পড়ে থাকে সে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট টিনের ঘরে প্রচণ্ড গরমের মধ্যে শিশুটি বিছানায় শুয়ে আছে। মা জহুরা বেগম একা তাকে বাইরে নিতে পারছিলেন না। শিশুটি না পারে উঠতে, না পারে বসতে। এমনকি প্রাকৃতিক কাজের চাপ হলেও বুঝিয়ে বলতে পারে না। খাওয়াতে হয় মায়ের হাতে তুলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ওজনও বাড়ছে, ফলে তাকে একা টেনে নেওয়া এখন আরও কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়।
জহুরা জানান , অর্থের অভাবে ছেলের জন্য ডাক্তার দেখাতে পারে নি। ছেলেটির বাবা যা আয় করি, তা দিয়ে সংসার আর চিকিৎসার খরচ সামলানো খুব কঠিন। সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি সবার কাছে বহুবার আকুতি জানিয়েও কোনো সাড়া পাইনি। যতদিন যাচ্ছে ছেলেটির শারীরিক মানসিক অবস্থা আরো খারাপ হচ্ছে। এছাড়াও জহুরার মা অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে ৩ মাস আগেই অন্ধ হয়ে গেছে। নিরুপায় হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্য প্রদানের জন্য যোগাযোগ- 01406437614, 01917483042 (বিকাশ পারসনাল)।
এবিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমীন পাপ্পার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করে নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেন নি।

