আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরীর সদর থানার হাড়িনাল দক্ষিণ পাড়া এলাকায় রাজনৈতিক মদতে মাদক ব্যবসা রমরমা। কয়েক যুগ ধরে এই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই এলাকায় একাধিক মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ ও জিম্মি গার্মেন্টস শ্রমিকসহ স্থানীয়রা। মাদক ব্যবসা পরিচালনায় কাজ করছে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা। এর মধ্যে অধিকাংশ মদতদাতারা অলৌখিক ক্ষমতাধর রাজনৈতিক দলের বড় নেতা। সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। একারণেই মাদক নির্মূল করতে প্রশাসনের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রশাসনিক মদতের জন্য দলীয় প্রভাবশালী নেতাদের ব্যানার ফেস্টুন তৈরি করে ত্যাগী নেতাকর্মীদের জায়গা দখল করে নেওয়ারও অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মহানগরীর ২৮ নং ওয়ার্ডে হাড়িনাল এলাকায় তাদের বসবাস। প্রতিদিনই মাদক সেবনকারীদের জমজমাট আড্ডা হয়। চিহ্নিত মাদক কারবারিরা হলেন- হাড়িনাল এলাকার আলিমুদ্দিনের ছেলে মাসুদ, ওয়াসিম, জসিম ও তার মেয়ে সুইটি, মৃত মাইনুদ্দিনের ছেলে সবুজ, মৃত আলী হোসেনের ছেলে অণিক, মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ, বাছির উদ্দিনের ছেলে টুটুল, মৃত হাসান মড়লের ছেলে রমজান ও কাউসারসহ এদের অনুসারীদের বিরূদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকজন যুবককে সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ পুরানো। গত ৫ আগট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের পতনের পর অর্ন্তবর্তীকালীন বর্তমান সরকার ক্ষমতায় আসতে না আসতেই। বিভিন্ন লোক দিয়ে অনেক দূর দূরান্তে ছদ্মবেশে সহযোগীদের মাধ্যমে মাদক বিক্রি করছে।
অনুসন্ধানে জানা যায়, এলাকার সকল মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে বিভিন্ন মহলে মাসোয়ারা দিয়ে নির্বিঘ্নে চলছে মাদক বিক্রি ।এছাড়াও অভিযোগ রয়েছে কক্সবাজার টেকনাফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোক এসে তাদেরকে হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ সব ধরনের মাদক দিয়ে যায়। এই এলাকায় এখন হাত বাড়ালেই সহজেই মিলছে মাদকদ্রব্য শুধু তাই না দিন দিন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজ ক্রমান্বয়ে মাদক সেবনে আসক্ত হয়ে ধ্বংসের পথে। ফলে দিন দিন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় দেখা যায় নেশার টাকা জোগাড় করতে তারা চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা বন্ধে র্যাবের পাশাপাশি থানা পুলিশও মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান করে থাকে। কিন্তু অভিযানে আসার খবর পুলিশের সোর্সদের মাধ্যমে আগেই জেনে যায় মাদক কারবারিরা। এর ফলে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না। অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে এলাকার যুব সমাজকে মাদকের আসক্তি থেকে রক্ষা করতে স্থানীয় প্রশানের আরো কঠোর ও তৎপরতা বৃদ্ধির দাবি স্থানীয়দের।
এবিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে মাদকের সঙ্গে যে জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।