ঢাকাThursday , 27 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মেট্রো সদরে সাবেক পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ

admin
February 27, 2025 8:15 pm
Link Copied!

মোঃ আব্দুল ওহাব:

বিধিবহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার সাবেক জুনিয়র সেরেস্তাদার এএসআই সাইদুর রহমানের বিরুদ্ধে।

জানা যায়, সদর জোনের আওতাধীন সাবেক এই জুনিয়র সেরেস্তাদার আনুমানিক ০৫ (পাঁচ) বছর যাবত সদর থানা কর্মরত ছিল। এএসআই (নিরস্ত্র)/ সাইদুর রহমান জনৈক প্রফেসর এমদাদের নিকট থেকে বাসন থানার বাড়িয়ালী মৌজায় কোটি টাকার সম্পত্তি খরিদ করেছেন। এছাড়া গত ২০২৫ সালের ১৬ জানুয়ারী সিআর-৫৭/২০২৫ নং মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ২৫ নং ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আসমতের ছেলে আলমগীরকে গ্রেফতার করতে এএসআই সাইদুর সদর থানার পরিচ্ছন্নকর্মী ডালিমকে সঙ্গীয় হিসেবে নিয়ে গেলে পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয় এবং আসামী আটক হওয়ার পরও পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে আসামী সহজেই পালিয়ে যায়। পরবর্তীতে ঐ আসামী আলমগীর ভয়ে থানায় এসে আত্মসমর্পণ করে।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি জিএমপি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি ঘোচর হইলে পূর্বের বদলীকৃত আদেশের প্রেক্ষিতে তাকে তাৎক্ষনিক বদলীর কমান্ড সার্টিফিকেট (সিসি) প্রদান করা হয়। কিন্তু এএসআই সাইদুর রহমানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ধরণের বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।

এমনকি জমি খরিদ করা সংক্রান্তে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি), ১৯৪৩ সালের ১১২ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হইতে অনুমতি নেয় নি। এএসআই সাইদুর সাদা পোশাকে পরিচ্ছন্নকর্মীকে সঙ্গে নিয়ে আসামী গ্রেফতার সংক্রান্তে ২০০৪ সালের ড্রেস রুলস্ সহ অন্যান্য আইন ও বিধি অনুসরণ করে অভিযান পরিচালনা না করায় এই সংক্রান্তে তাহার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি মূলক কোন ব্যবস্থা গ্রহণে অনীহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বদলী সুত্রে পুলিশের এই এএসআই টঙ্গী পশ্চিম থানায় অলৌকিক ক্ষমতায় জুনিয়র সেরেস্তার দায়িত্ব পেয়েছেন।

এবিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সদর বর্তমান টঙ্গী পশ্চিম থানার এএসআই সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে উনি জমি খরিদ করার বিষয়ে স্বীকার করলে ব্যস্ত আছে পরে দেখা করার কথা বলে কৌশলে তথ্য প্রদান না করে এড়িয়ে যায়।

এ অভিযোগে বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে জিএমপির অপরাধ উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করে নি।