বিশেষ প্রতিনিধি – নাশিদ আহমেদ তুষার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে প্রবেশের সময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেনকে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের সাবেক ডিসি কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী পুলিশ কনস্টেবল শাকিব লাঞ্চিত করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে এঘটনা ঘটে।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানার পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় গাজীপুরের ডাকাত দলের ৪ সদস্য গ্ৰেফতার করে। এবিষয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি ডিবি কার্যালয়ে দেওয়ার জন্য আনোয়ার যায়।
জানা যায়, এর আগে ডিবির সাবেক ডিসি মুহাম্মদ কামাল হোসেন ২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৮ মে পর্যন্ত ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এসময় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে একই বিধিমালার ৪(২) উপ-বিধি (১)(ক) উপবিধি অনুযায়ী উনাকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের ২০২৩ সালের ২১ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লঘুদণ্ড (শাস্তি) প্রদান করা হয়। এবিষয়ে ইতিপূর্বে আনোয়ার সংবাদ প্রকাশ করে। গত বুধবার (০১ জানুয়ারী) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব আবু সাঈদের স্বাক্ষরিত একটি আদেশে ডিসি কামালকে বদলী করা হয়েছে । কিন্তু এই পুলিশের সদস্য শাকিব ডিবিতে কর্মরত রয়েছে। সে ডিবি কার্যালয়ে প্রবেশের সময় আনোয়ারকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। মারধোর করার চেষ্টা করলে পাশে থাকা পুলিশ সদস্যরা শাকিবকে বাধা দিয়ে আনোয়ার তাড়িয়ে দেয়। যা সুস্পষ্ট পিআরবি আইনের ৩৩ ধারা লঙ্ঘনের সামিল।
এবিষয়ে অভিযুক্ত শাকিব জানান, আমি যদি ভুল করে থাকি কর্তৃপক্ষ বিচার করবে। আমি শুধু দায়িত্ব পালন করেছি।