ঢাকাMonday , 28 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাসন থানায় নতুন ওসির যোগদান

ইয়াছিন গাজী
April 28, 2025 1:03 pm
Link Copied!

ইয়াছিন গাজী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহিন খান। সোমবার (২৮ এপ্রিল) তিনি দায়িত্ব বোঝে নেন। এর আগে তিনি গাজীপুর মহানগরীর গোয়েন্দা ডিবি উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

এদিকে বিদায়ী ওসি কায়সারকে শনিবার (২৬ এপ্রিল) প্রশাসনিক কারণে অফিসার ইনচার্জ’র পদ থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে সংযুক্ত করতে প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মতিউর রহমান শেখ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান সাংবাদিকদের জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে পুলিশিং অভিযান সবসময়ই চলমান থাকবে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আইনের ব্যর্থয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।