নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার আওতাধীন ২৩ নং ওয়ার্ড হাতিয়াব এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ ৪ ডাকাত গ্রেফতারে প্রশংসায় ভাসছেন জিএমপি কমিশনার। গত ১০ নভেম্বর রাত ৯ টার দিকে তাদেরকে আটক করায় জনগণের মাঝে স্বস্তি ফিরেছে।
ডাকাতরা হল- ভাওরাইদ এলাকার মোঃ আব্দুল জব্বার হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩১), ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ মাজহারুল ইসলাম(২৫), আনসার আলীর ছেলে আব্দুর রাশেদ(২৫), মোঃ আবুল কালামের ছেলে মোঃ সাব্বির আহমেদ(২২)। তারা প্রত্যেকে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। এমনকি এই ডাকাতদের কাছে জিম্মি ছিল স্থানীয়রা।
জানা যায়, হাতিয়াব পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ কাউসার মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাত ছিনতাইকারী প্রতিরোধ করতে গোপন সংবাদের ভিত্তিতে ময়লারটেক এলাকার পূর্ব পাশের বনের ভেতর অভিযানে যায়। এ সময় এসআই কাউসারের নিরলস প্রচেষ্টায় ছুরি, রামদাহ তাদেরকে আটক করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে ডাকাত হিসেবে চিহ্নিত করে।
পুলিশ জানায়, গত ৯ নভেম্বর জিএমপি কমিশনার মোঃ জাহিদুল হাসান বিপিএম পুলিশি সেবার মান উন্নত করতে জনগণের অংশগ্রহণে হাতিয়াব পুলিশ ক্যাম্প শুভ উদ্বোধন করেন। অতঃপর এই পুলিশ ক্যাম্প উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যে এই ডাকাতদের গ্রেপ্তার করায় স্থানীয়দের কাছে পুলিশ কমিশনার প্রশংসিত হয়েছেন এবং ভবিষ্যৎ পুলিশের এই ধরনের অভিযান পরিচালনায় সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসংক্রান্তে এসআই মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসাদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

