ঢাকাSunday , 16 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ইসলাম ধর্ম নিয়া কটুক্তি করায় গ্রেফতার ১

admin
February 16, 2025 12:40 pm
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন: গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় ইসলাম ধর্ম নিয়া কটুক্তি করায় ০১ জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়ে অপরাধ উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিনে প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামী হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী থানার সবদল এলাকার মৃত ভূপেন্দ্রনাথ রায়ের ছেলে ব্রজেন্দ্রনাথ রায় (৪০)। সে বাসনের নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে ভাড়া বাসায় বসবাস করে।

জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিং মহলের ৬ষ্ঠ তলায় ব্লাক লাইফ গার্ডিয়ান নামক প্রতিষ্ঠানে কর্মরত জনৈক ব্রজেন্দ্রনাথ রায় (৪০) তাহার ব্যক্তিগত ফেসবুক পেইজ Bnr Ridoy Sarker-যার লিংক- https://www.facebook. com/profile.php?id=100072868864361 ফেসবুক পেজে অডিও, ভিডিও ক্লিপ থেকে ইসলাম ধর্ম নিয়া কটূক্তি করেছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সংবাদ পাইয়া তাৎক্ষনিকভাবে জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের দিক-নির্দেশনায় সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমের নেতৃত্বে বাসন থানার ওসি কায়সার আহম্মেদের নিরলস প্রচেষ্টায় এএসআই (নিরস্ত্র)/সজিব হাসান সঙ্গীয় ফোর্স সহ বাসন থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। এসময় ইসলাম ধর্ম নিয়া কটুক্তিকারী ব্রজেন্দ্রনাথ রায় (৪০)কে গ্রেফতার করে। তখন কটুক্তিকারী পুলিশকে জানায়, সে স্বজ্ঞানে মাদ্রাসাসহ বায়তুল মোকারম জামে মসজিদের খতিব সম্পর্কে নিয়মিত ফেসবুক পেইজে লেখালেখি করিত এবং কুরুচিপূর্ণ মক্তব্য প্রচার করিত। সে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের বিষয়ে কটূক্তিমূলক প্রচার করিয়াছে মর্মে স্বীকার করে। সে ভুল বুঝতে পারিয়া তাহার কু কর্মের জন্য দেশবাসীর নিকট ক্ষমা চাচ্ছে। এরপরে সে কোনদিন ইসলাম ধর্ম সম্পর্কে কোন বক্তব্য বা ইসলাম ধর্ম নিয়া কোন মন্তব্য করিবে না মর্মে জানায়।

এবিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহম্মেদ জানান, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।