ঢাকাSaturday , 22 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোনাবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

admin
February 22, 2025 3:42 pm
Link Copied!

শ্রী সৌরভ মজুমদার: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোনাবাড়ির এশরার নগর হাউজিং সোসাইটির শতাধিক বাসিন্দারা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে গণমাধ্যমকে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একদল সন্ত্রাসী হাউজিং এলাকায় তাণ্ডব চালিয়ে দোকানপাট ভাঙচুর করে ও মারধোর করে। এতে ৫-৭ জন আহত হয়।

বক্তারা জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় দুই শতাধিক সন্ত্রাসী ওই এলাকায় হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি দোকান ভাংচুরের পাশাপাশি হাউজিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের পরিবার, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেকের নাতিসহ কয়েকজনকে মারধর করে।

এশরার নগর হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক সরকার জানান, বৃহস্পতিবার কমিটির এক মিটিংয়ে সভাপতি সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বলের সঙ্গে ফজলুর রহমানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উজ্জ্বল বিষয়টি কোনাবাড়ী থানার বিএনপির সাধারণ সম্পাদক বাবুলের ছেলে সালিম অভহিত করে। পরে সালিমের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় দোকানপাট ভাংচুরসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করে। হামলায় তার নাতিরাও আহত হয়েছে।

স্থানীয়রা জানান, হামলার মূল নেতৃত্বে ছিলেন সালিম, যিনি কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সন্তান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে।