মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুজ্জামান। এর আগে তিনি গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শকসহ অন্যান্য থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আগের ওসি সাইফুলকে শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে অন্যন্ত্র বদলী করা হয়েছে।
গত বুধবার (৫রা মার্চ) দুপুরে তিনি কাশিমপুর থানায় যোগদান করেন। এ সময় থানার অন্যান্য অফিসাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মনিরুজ্জামান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা ৫ নং রামপুর ইউনিয়নের এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
যোগদানের পর ওসি মনিরুজ্জামান বলেন, কাশিমপুর থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা পালন করবেন। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব কার্যক্রম সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।