ঢাকাSaturday , 18 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে গোপন সুত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ মো. শরীফ আহম্মেদ (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ জানান, অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত ১৭ অক্টোবর রাত ১০টা ২৫ মিনিটে বরমী বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শ্রীপুর থানার নান্দিয়া সাঙ্গুন গ্রামের একটি বাড়িতে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। সংবাদটি যাচাই করতে গাজীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান (বিপিএম)-এর দিকনির্দেশনায় কালিয়াকৈর সার্কেল ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল রাত পৌনে ১১টায় উক্ত বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে শরীফ আহম্মেদকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত শরীফ আহম্মেদের স্বীকারোক্তি অনুযায়ী, তার ঘরের সুকেসের একটি ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শরীফ আহম্মেদ জানায়, তার পলাতক সহযোগীর নাম শেখ শরীফ রায়হান সিরাজী ওরফে রাসেল (৩০),  সে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় শ্রীপুর থানায় আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারা অনুযায়ী গত ১৮ অক্টোবর ৩৯ নং মামলাটি রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।