ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে আওয়ামী লীগের দোসর, চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজ হিসেবে পরিচিত বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে নওপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে নওপাড়া গ্রামবাসী। এসময় বক্তব্য রাখেন, এইচ. এম. এরশাদ, আজিজুল হক রতন (মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার ও জিহাদ চৌধুরী। বক্তারা অভিযোগ করেন, বদিউজ্জামান বাবুল ও তার দোষররা এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী সালেহা বেগম বলেন, “বাবুল আমারে হুমকি দেয় — আমারে বাড়িঘর ছাড়া করবো, আমার মেয়ের জামাইদেরও হুমকি দেয়। আমি বাবুলের বিচার চাই।”
আরেক ভুক্তভোগী আবুল হাসিম আজাদ বলেন, “বাবুলের দায়ের করা মিথ্যা মামলায় আমার পরিবার ও সন্তানরা ভোগান্তিতে পড়েছে। আমার ছেলে হেদায়েতুল্লাহ শ্রাবণ, যে নবম শ্রেণিতে পড়ে, তাকেও ছাড় দেয়নি সে। স্কুলপড়ুয়া সন্তানকেও মামলার আসামি করেছে।” মানববন্ধনে বক্তারা অবিলম্বে বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতার করে নওপাড়ার নিরীহ মানুষকে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও দুঃসাহসিক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করার দাবি জানান।

