ঢাকাMonday , 20 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালের সাখুয়ায় বাবুলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে আওয়ামী লীগের দোসর, চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজ হিসেবে পরিচিত বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে নওপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করে নওপাড়া গ্রামবাসী। এসময় বক্তব্য রাখেন, এইচ. এম. এরশাদ, আজিজুল হক রতন (মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার ও জিহাদ চৌধুরী। বক্তারা অভিযোগ করেন, বদিউজ্জামান বাবুল ও তার দোষররা এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী সালেহা বেগম বলেন, “বাবুল আমারে হুমকি দেয় — আমারে বাড়িঘর ছাড়া করবো, আমার মেয়ের জামাইদেরও হুমকি দেয়। আমি বাবুলের বিচার চাই।”

আরেক ভুক্তভোগী আবুল হাসিম আজাদ বলেন, “বাবুলের দায়ের করা মিথ্যা মামলায় আমার পরিবার ও সন্তানরা ভোগান্তিতে পড়েছে। আমার ছেলে হেদায়েতুল্লাহ শ্রাবণ, যে নবম শ্রেণিতে পড়ে, তাকেও ছাড় দেয়নি সে। স্কুলপড়ুয়া সন্তানকেও মামলার আসামি করেছে।” মানববন্ধনে বক্তারা অবিলম্বে বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতার করে নওপাড়ার নিরীহ মানুষকে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও দুঃসাহসিক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করার দাবি জানান।