ঢাকাThursday , 29 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক

admin
May 29, 2025 11:49 am
Link Copied!

ইয়াছিন গাজী

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফ্যাক্টরীতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি ক্রুড বোমা ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) টঙ্গী থেকে যৌথ বাহিনীর চৌকস অফিসারদের নিরলস প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৩ মে মহানগরীর টঙ্গী থানা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ বিষয়ক সমস্যা নিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসংবাদ জানার পর জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে তাৎক্ষণিক যৌথ বাহিনী ছদ্মবেশে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে। যৌথ বাহিনী এঘটনায় জড়িতদের গ্রেফতারে টঙ্গীতে অভিযান পরিচালনা করে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পশ্চিমের আহবায়ক ইশাক রুহুল্লাহ (২৬)কে আটক করা হয়। আটককৃত ইশাক জিজ্ঞাসাবাদে যৌথ বাহিনীকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে এবং তিনি সেখানে অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলনের জন্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ(ওসি) ইস্কান্দার হাবিব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইশাক রুহুল্লাকে আটকের পর যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছেন এবং তাকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।