ঢাকাFriday , 31 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নারী অপহরণের ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার

মোঃ শামীম খান
October 31, 2025 7:49 pm
Link Copied!

জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত মোছাঃ বন্যা খাতুন (২৬) নামের এক নারীকে দ্রুত সময়েই উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে উদ্ধার করার বিষয়টি সন্ধ্যা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী বন্যা খাতুনকে হাসপাতাল রোড এলাকা থেকে ঢাকা মেট্রো চ-১৫-৯৭৭৬ নম্বরের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়।

পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেনের ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই ওসি মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেনসহ বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। পুলিশের এই দ্রুত ও সমন্বিত অভিযানে মাত্র নয় ঘণ্টার মধ্যে মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে বন্যা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

দ্রুত অভিযানে ভিকটিমকে জীবিত উদ্ধার করায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন বন্যার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব ও তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই ধারা অব্যাহত থাকবে।