ঢাকাFriday , 17 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ“মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া হোক অনুপ্রেরণা” — এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চাটমোহর বালুচর খেলার মাঠে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা, সাবেক ফুটবলার আব্দুস সালাম সরকার এবং চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুতালিব প্রাং ও চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মাসুম আকাশ প্রমুখ।

প্রধান অতিথি হাসাদুল ইসলাম হীরা বলেন,” যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। তারেক রহমান সবসময় তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। বিএনপি সবসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকবে।”

উদ্বোধনী খেলায় স্থানীয় বিভিন্ন এলাকার তরুণ ফুটবলাররা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শক।