মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীতে ২২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন ও তার ছোট ভাই মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকারসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের মিথ্যা ঘটনা সাজিয়ে জিএমপি সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) দুপুরে থানায় এঘটনায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটি দায়ের করেছেন- জাঙ্গালিয়াপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল ওহাব। অপরদিকে বিএনপির নেতা লিটন ও ছাত্রদল নেতা রিপন হলেন একই এলাকার সফর আলীর ছেলে। তাদের অনুসারীরা হল- মনির খান, মোঃ মেহেদী হাসান, সাদেকুর রহমান ও আকাশ।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জাঙ্গালিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে গত শুক্রবার (০১ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটিসহ এলাকার লোকজন একত্রে বসে অনুদানের টাকা হিসাব নিকাশ করার সময় বিএনপি নেতা লিটন ও তার সহযোগীরা এ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদ মার্কেটের দোকানের ব্যবসায়ীদের কাছে এককালীন ২০ হাজার, প্রতিমাসে ৪ হাজার টাকা এবং ইলেকট্রিক দোকানদার আবুল হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মারপিট করে জখম করে। এসময় জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা নিয়ে চলে যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মসজিদের গঠনতন্ত্র এবং পরিচালনা বিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে। সেই কমিটির বৈধতা নিয়ে জনমনে সমালোচনার ঝড় উঠে। একারণে স্থানীয়রা মসজিদের জমিদাতা আবুল বাশারকে সভাপতি, মাদ্রাসার জমিদাতা ছাত্রদল নেতা রিপন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ০৫ জন সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। যার কারণে নবগঠিত কমিটি পূর্বের কমিটির কাছে অনুদানের হিসাব নিকাশের বিষয়ে আলোচনা করতে অনুরোধ করে। মসজিদের অনুদানের টাকার হিসাব না দেওয়ার চেষ্টায় আব্দুল ওহাব পূর্বের কমিটির সদস্যদের সাথে যোগসাজশে চাঁদাবাজি ও মারপিটের মিথ্যা ঘটনা সাজিয়ে অভিযোগ দায়ের করায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন।
এবিষয়ে জাঙ্গালিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের মার্কেটের ব্যবসায়ী মোঃ আজিজ, নাসির, আবুল হোসেন জানান, উনারা মসজিদ কমিটির কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। উনানাদের জড়িয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি মিথ্যা। মারপিট ও চাঁদাবাজির কোন ঘটনা ঘটে নি। লিটন ও তার ছোট ভাই রিপন ভালো লোক। তাদের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগের বিষয়ে মার্কেটের কোন ব্যবসায়ী কিছুই জানে না।
এ বিষয়ে জানতে অভিযোগ দায়েরকারী আব্দুল ওহাবের কাছে মুঠোফোনে জানতে চাইলে উনি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
এঅভিযোগের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : হাসান জাকির
নির্বাহী সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন
০১৭১৫০৩১৬৫৫
অফিস- চান্দনা চৌরাস্তা, আমান্তা টাওয়ার, বাসন থানা, গাজীপুর।