ঢাকাMonday , 23 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের বিলাসপুরে সড়কে ময়লার স্তূপ, দুর্গন্ধে নাকাল পথচারী

admin
June 23, 2025 11:02 am
Link Copied!

বর্জ্য ব্যবস্থাপনা অনিয়ম বন্ধে ব্যর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ইয়াছিন গাজী

গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বিলাসপুর এলাকার মাছ বাজার থেকে পূর্ব বিলাসপুর সড়কে রাতের বেলা সড়কের মাঝখানে ভ্যান সার্ভিসের মাধ্যমে আশপাশের কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে আনা ময়লা সড়কে রাখা হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। এভাবে খোলা অবস্থায় আবর্জনা থাকায় দুর্গন্ধের কারণে বিভিন্ন ধরনের রোগ-জীবাণুও ছড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে ভ্যান সার্ভিসের লোকজন সড়কের ময়লা রাখা শুরু করে। যার কারণে দিনের বেলায় ময়লা সরিয়ে নিলেও সড়কের মধ্যে দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে অবস্থা থেকে যায়। ফলে এই সড়ক দিয়ে নাক চেপে পার হতে হয়। আশপাশের পরিবেশও দূষিত হয়।

নিয়ম অনুযায়ী ময়লার ব্যবস্থাপনা করার কথা। কিন্তু সেটি না করে সড়কেই ময়লা রাখা হচ্ছে। ব্যস্ত এ সড়কে এভাবে ময়লা আবর্জনা পড়ে থাকায় যান চলাচল করলে বাতাসে ধুলাবালু উড়ে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ।

এই পথে চলাচলকারী পথচারীরা অবিলম্বে এই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করার দাবি জানান। রাতের বেলা যেন সড়কে বর্জ্য না রাখা হয় সে দাবিও করেন তারা। এ বিষয়ে এই এলাকার এক দোকানি জানান, এখানে ময়লার দুর্গন্ধ বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ছে। অথচ ময়লা আবর্জনা সঠিকভাবে ব্যবস্থা করলে এমনটি হওয়ার কথা না। তা না করায় দুর্গন্ধে থাকা যায় না। এই সড়কে চলাচলকারী এডভোকেট জিয়ারত হোসেন জানান, রাতে সড়কের মাঝখানে বর্জ্য রাখা হয়। এতে চলাচল ব্যাহত হচ্ছে। এই ভোগান্তি থেকে মুক্তি চায় পথচারীরা।

এ বিষয়ে জানার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক মদন চন্দ্র দাসের কাছে জানতে চাইলে উনি বর্জ্য ব্যবস্থাপনা অনিয়মের কথা স্বীকার করে উনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন।