ঢাকাFriday , 9 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় সাংবাদিককে অপহরণের ঘটনায় ১ নারী গ্রেফতার

admin
May 9, 2025 4:47 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরা এলাকা থেকে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু হাসানকে অপহরণের ঘটনায় ফোন করে ডেকে আনা সেই নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত বৃহস্পতিবার (০৮ই মে) দুপুরে টঙ্গীতে অভিযান পরিচালনা করে এই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন-  গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে রেবেয়া আক্তার রিতা(৩১)।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,  গত ২৭ শে এপ্রিল রাত সাড়ে ০৮ টার দিকে এই নারী তাকে ফোন করে ধর্ষণের ঘটনায় সংবাদ প্রকাশ করার কথা বলে সহযোগিতা চাই। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। পরে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭/৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে পুলিশ ও জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির’ উত্তরা পশ্চিম থানার এসআই মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, সিনিয়র অফিসারদের দিক নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচর নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে এই নারীকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী,ঐ নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য আমাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। বাকি আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।